fbpx
প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় বসবে ২৬ লক্ষাধিক শিক্ষার্থী

২৯ অক্টোবর ২০১৯, ১২:২২:৩২

আগামী ২ নভেম্বর থেকে সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। এবছর মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষা সংক্রান্ত প্রেস ব্রিফিং এ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের এ তথ্য দেন।

তিনি বলেন, ২০১০ সালে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরুর পর থেকে এ পর্যন্ত আমাদের শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিমানগত ও গুণগত পরিবর্তন সাধিত হয়েছে। ২০১০ সালে জেএসসি ও জেডিসি পরীক্ষা যখন প্রথম শুরু হয় তখন মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ লাখ ৯২ হাজার ৮০২ জন। যা ২০১৯ সালে এসে মোট পরীক্ষার সংখ্যা দাঁড়ায় ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন।

গত ১০ বছরে এ সংখ্যা প্রায় দ্বিগুণে উন্নীত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ায় সরকারের উদ্যোগ এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টাই এ সফলতার প্রধান কারণ।

এ পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে গভীর আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে এবং সকল শিক্ষার্থীরই বৃত্তি পাওয়ার সুযোগ তৈরী হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: