করোনায় মারা গেলেন সিএমপির ডিসি মিজানুর রহমান

চট্টগ্রাম ব্যুরো অফিস :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মিজানুর রহমান। সোমবার (১৩ জুলাই) ভোররাতে ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান বলে সিএমপির মুখপাত্র ও গোয়েন্দা দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মির্জা সায়েম মাহমুদ জানান।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর গত ২৮ জুন থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. মিজানুর রহমান।
সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।
আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাত ৩টা ৪১ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
দেশমাতৃকার সেবায় নিয়োজিত নির্ভীক এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
সর্বশেষ
প্রতিনিধি নিয়োগ
নির্বাহী সম্পাদক : বনি আমিন
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com
Developed by RL IT BD
পাঠকের মতামত: