fbpx
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

৭ আগস্ট ২০১৯, ১২:১২:১৬

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে কোরবানির পশুর চামড়ার দর সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি উপস্থিত ছিলেন।

এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৪৫ থেকে ৫০ টাকা আর ঢাকার বাইরে এর দাম হবে ৩৫ থেকে ৪০ টাকা। অন্যদিকে সারা দেশে খাসির চামড়ার দাম হবে ১৮-২০ টাকা। এছাড়া বকরির চামড়া বিক্রি হবে ১৩-১৫ টাকায়।

উল্লেখ্য, গতবারও কোরবানির পশুর চামড়ার দাম ছিল একই। গতবার ট্যানারি ব্যবসায়ীরা ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া ৪৫ থেকে ৫০ টাকা আর ঢাকার বাইরে এর দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা।

এছাড়া সারা দেশে খাসির চামড়ার দাম ছিল ১৮-২০ টাকা এবং বকরির চামড়ার দাম ছিল ১৩-১৫ টাকা।

এবার ১২ আগস্ট বাংলাদেশের মুসলমানরা কোরবানির ঈদ উদযাপন করবেন। সরকার এবার কোরবানির ঈদের ছুটি রেখেছে ১১ থেকে ১৩ আগস্ট।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: