গাইবান্ধায় ভাইয়ের হাতে ভাই খুন

এম. হাসান, গাইবান্ধা করেসপন্ডেন্ট
গাইবান্ধার সাঘাটা উপজেলার বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গাছকাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অবসর প্রাপ্ত এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, আজির হোসেনের সাথে তার বিমাতা ভাই আব্দুস ছাত্তারের বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে কলহ বিবাদ চলে আসছিল। এরই জের ধরে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে উভয় পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বিমাতা বড় ভাই আব্দুস ছাত্তারসহ তার লোকজন আজির হোসেনকে মারপিট করলে সে গুরুতর আহত হয়। বাড়ির লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ময়না তদন্তের জন্য লাশটি গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ১৩ জন কে আসামী করে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
প্রতিনিধি নিয়োগ
নির্বাহী সম্পাদক : বনি আমিন
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com
Developed by RL IT BD
পাঠকের মতামত: