গাইবান্ধায় মুক্তিযোদ্ধা দিবস পালিত

এম. হাসান, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে আজ (১লা ডিসেম্বর) মুক্তিযোদ্ধা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও র্যালী পৌরসভার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উক্ত মুক্তিযোদ্ধা দিবসে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার।উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধ নুরুল আজাদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ছাদেক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পান্না, বীর মুক্তিযোদ্ধা সালজার রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী, বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া আছাদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম নোমান সহ বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডগণ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: