fbpx
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

গোবিন্দগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা

২২ মে ২০১৯, ১০:০৩:১১

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা বাজারে একটি খাবার দোকানে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় করায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২৩ মে) দুপুরে অভিযানে প্রতিষ্ঠানটির মালিক চাঁন মিয়া ও লিটন ইসলামকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার জরিমানা আদেশ দেন।

আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর ও অত্যন্ত নোংরা পরিবেশে রং মিশ্রিত পঁচা বাশি খাবার বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয় হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন।

ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: