চট্টগ্রামে যুবকের গলাকাটা লাশ
২৯ নভেম্বর ২০২০, ৪:৫২:১১

চট্টগ্রাম ব্যুরো::
চট্টগ্রামে বঙ্গোপসাগর পাড় থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) নগরীর বন্দর থানার আনন্দবাজার বেড়িবাঁধের ঝাউবাগানের অদূরে সাগড়পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
বন্দর থানার এসআই আজিজুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ওই যুবকের পরনে বেগুনি রঙের ফুলহাতা শার্ট ও লুঙ্গি ছিল।
তিনি বলেন, মরদেহটি পানিতে ভেসে এসেছে নাকি সেখানে খুন করে ফেলে রাখা হয়েছে সেটা নিশ্চিত নয়। তবে লাশটি অক্ষত থাকায় ধারণা করা হচ্ছে, শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ওই যুবক নিহত হয়েছেন।
এসআই আজিজুর রহমান বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© দৈনিক আলোর প্রতিদিন 2018 - Developed by RL IT BD
পাঠকের মতামত: