fbpx
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

হেলাল আহমদ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ছাতকের কুর্শী ইসলামপুর মাদরাসায়

২১ এপ্রিল ২০১৯, ১২:১৩:৪৪

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের দোলারবাজার ইউনিয়নের কুর্শি ইসলামপুর দাখিল মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদরাসা পরিচালনা কমিটির উদ্যোগে ২০১৮সালে অনুষ্ঠিতব্য জেডিসি ও পিডিসি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তিপ্রাপ্ত মাদরাসার ৬ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে ও মাদরাসা শিক্ষক মোহাম্মদ আলীর পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদরাসা সুপার মাওলানা রশিদ আহমদ, কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার হায়দার আলী রাজু, শিক্ষক মো. কয়েছুর রহমান, সমাজসেবী শাহ মো. বিল্লাল উদ্দিন মুহেব্বী। বক্তব্য রাখেন, মাদরাসা শিক্ষক ক্বারি কয়েছ মিয়া, ছাত্রনেতা মো. রুবেল আলম ও মাদরাসা ছাত্র হাসান আহমদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক অর্থ সম্পাদক সোনা মিয়া তুরন, সাবেক সাধারণ সম্পাদক সাহেল মিয়া, বর্তমান সহ-সভাপতি আমিন উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হাসান, সদস্য আবদুল সালাম, আবদুল মুকিত, জামাল উদ্দিন প্রমূখ। সভাশেষে জুনিয়র দাখিল পরীক্ষায় একজন ও ইবতেদায়ী পরীক্ষায় ৫জনসহ মোট ৬জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে অভিনন্দন স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: