ছাতকের চন্দ্রনাথ বালিকা স্কুলে বিদায়ী অনুষ্ঠান

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী জয়নাল চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, ছাতক জালালীয়া ফাজিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আলী আজগর খান। দোয়া পরিচালনা করেন, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাজী শামসুল ইসলাম, সালেহ আহমদ, শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব ছালিক মিয়া চৌধুরী রুকন, জাহের হোসেন লাহিন, শিক্ষক মাওলানা আছহাব উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের দাতা সদস্য হাজী ইছহাক আলী, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, রাজনীতিবিদ সামছুদ্দিন আহমদ, ব্যবসায়ী ফরিদ মিয়া, ইর্শাদ আলী, আব্দুল কাদির, শিক্ষক প্রতিনিধি শাহানারা আক্তার ডলি, শিক্ষিকা ফাতেমা বেগম, শিরিন সুলতানা, ফারজানা আক্তার বেবী, শিক্ষক মাহমুদুল হাসান, মো. মিছির আলী, আকিল উদ্দিন, আনিছুর রহমান প্রমুখ। ##
পাঠকের মতামত: