fbpx
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

ছাতকের প্রয়াত সংবাদিক চান মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ

১৮ জুন ২০১৯, ৯:৪৭:৪০

ছাতক প্রতিনিধিঃ
ছাতক প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রয়াত প্রবীণ সাংবাদিক এএফএম চান মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের আজকের এইদিনে ৫০ বছর বয়সে পৃথিবী থেকে চিরবিদায় নেন তিনি। ক্ষণজন্মা এ সাংবাদিক জীবদ্দশায় বেশ কিছু দিন হেপাটাইটিস বি ভাইরাস জনিত রোগে ভোগছিলেন। হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ জুন সকাল ৯টায় চিকিৎসারত অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

সিনিয়র এই গণমাধ্যম ব্যক্তিত্ব এক সময়ের বহুল প্রচারিত দৈনিক বাংলাবাজার পত্রিকার মাধ্যমে তিনি সাংবাদিকতা শুরু করেন। শেষ সময়ে ছাতক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ইনকিলাব’র ছাতক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: