fbpx
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

হেলাল আহমদ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাত্র-শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে শিক্ষাকে এগিয়ে নিতে হবে -নাছিম হোসেইন

২৩ জানুয়ারি ২০১৯, ৮:৩৯:৩৫

ছাতক প্রতিনিধিঃ
ছাতকের জাউয়া সাউথ ওয়েস্ট ওয়েল ফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান সিলেট চেম্বার অব কমার্সের সাবেক ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী নাছিম হোসেইন বলেছেন, শিক্ষকতা একটি মহৎ পেশা। শিক্ষকরা আন্তরিকতার সাথে শিক্ষা দান করলে প্রতিটি শিক্ষার্থী ভাল ফলাফল করবে। ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে ও প্রচেষ্ঠায় শিক্ষাকে এগিয়ে নিতে হবে। তিনি গত মঙ্গলবার জাউয়া-কৈতক সাউথ ওয়েস্ট ওয়েল ফেয়ার ট্রাষ্ট কর্তৃক পরিচালিত সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ পরিদর্শনকালে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী মকছুদা বেগম চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার সাবিক হোসেইন, লিডিং ইউনিভারসিটির লেকচারার ইফফাত জাহান চৌধুরী। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার তালুকদার, সহ-সভাপতি রুহুল আমিন তালুকদার, নির্মলেন্দু দস্তিদার, কয়েছ মিয়া, মোয়াজ্জেম হোসেন টুনু, আবুল হোসেন, রকিব উল্লাহ, আইয়ূব আলী, অধ্যক্ষ মাহমুদ আলী, মুহিতুজ্জামান তালুকদার মুহিত, জহিরুল ইসলাম, মোহাম্মদ রাজ উদ্দিন, শাহীন তালুকদার, আবদুল লতিফ, সিনিয়র শিক্ষক আবুল হাসান, আল-আমিন, রেজাউল হোসেন, ওবায়দুল হক আশফাক, নাজমিন বেগম, শ্যামলী চক্রবর্তী, এনামুল কবির, মিজানুর রহমান, শহিদুল হক, জাকির হোসেন, আবদুস সালাম, এনামুল হক, মাওলানা রেজাউর রহমান, ফয়জুল হক, ঝলক তালুকদার, ইমরান হোসেন, সৌরভ সরকার ও অভিভাবক সমছু মিয়া। পরিদর্শনকালে অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ট্রাষ্টের সদস্যবৃন্দ।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: