ছেংগারচর পৌরসভা নির্বাচন-২০২১
ছেংগারচর পৌরসভাকে ডিজিটাল রূপে গড়তে নৌকার মাঝি হতে চাই–আনিস আহমেদ

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রতীক চান আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আনিস আহমেদ।
ইতিমধ্যেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের চিত্র তুলে ধরার পাশাপাশি অবৈধ কর্মকান্ড নির্মূল করে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও বাল্যবিয়ে মুক্ত পৌরসভা গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক করছেন।
আনিস আহমেদ বলেন, আমার পরিবার স্বাধীনতার পূর্ব থেকেই বঙ্গবন্ধুর আদর্শের বিশ্বাসী। করোনাকালে দলের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে নেতাকর্মী ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে শীতার্ত অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ৫ সহস্রাধিক কম্বল বিতরণ করেছি। এছাড়াও এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, উন্নয়নে আর্থিক সহায়তা করেছি। ছেংগারচর পৌরসভাকে ডিজিটাল রূপে গড়তে নৌকার মনোনয়ন চাই। আমি মনোনয়ন পেলে বিপুল ভোটে নৌকার বিজয় হবে বলে আশা করছি।
পাঠকের মতামত: