টেস্ট দলের ভাবনায় তাসকিন

মুশফিকুর রহিম পাকিস্তানে যাবেন না। তার শূন্যস্থান পূরণ করবেন ভারত সফরে ছুটিতে থাকা তামিম ইকবাল। এ ছাড়া ভারত সফরে খেলা টেস্ট স্কোয়াডের খেলোয়াড়দের রেখেই করা হচ্ছে প্রথম টেস্টের স্কোয়াড।
১৬ সদস্যের স্কোয়াডে পেসার তাসকিন আহমেদ রেখে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য।
টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলনরত। ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক ও হাইপারফরম্যান্সের পেস বোলিং কোচ চম্পকা রমানায়েকের অধীনে অনুশীলন করছেন মুমিনুল হক সৌরভ, সাদমান ইসলাম, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, নাঈম হাসান, আবু জায়েদ রাহি।
ওমরা পালন করতে পরিবারের সঙ্গে সৌদি আরবে আছেন তাসকিন। ৩০ জানুয়ারি দেশে ফিরবেন তিনি। টেস্টের প্রস্তুতি হিসেবে বিসিএলের প্রথম রাউন্ড মাঠে গড়াচ্ছে ৩১ জানুয়ারি থেকে। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনের ম্যাচ খেলে পাকিস্তান যাবে দল। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
এক টেস্ট খেলেই দল ফিরে আসবে দেশে। দ্বিতীয় টেস্ট হবে এপ্রিলে করাচিতে। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, ‘যেহেতু এক টেস্ট, তাই স্কোয়াড ১৪ বা ১৫ জনের করতে পারি। নাজমুল হোসেন শান্ত স্কোয়াডে ঢুকবে। বেশি একটা পরিবর্তন করব না।’
সম্ভাব্য স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মাহমুদুল্লাহ, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
পাঠকের মতামত: