ডিমলায় নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান
৩১ জুলাই ২০২০, ৬:৪৮:০৪

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
আজ ৩১ জুলাই শুক্রবার দুপুরে নীলফামারী জেলার ডিমলা উপজেলা ৮নং ঝুনাগাছ চাপানী ও ৭নং খালিশা চাপানী ইউনিয়নে সাম্প্রতি ভারীবর্ষণ ও পাহাড়ী ঢলে তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ায় তীরবর্তী এলাকার আংশিক অংশ ভেঙ্গে যাওয়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়, সহকারী কমিশনার (ভূমি) মীর মোঃ আল কামাহ তমাল, খালিশা চাপানী ইউ.পি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার, ঝুনাগাছ চাপানী ইউ.পি চেয়ারম্যান মোঃ আমিনুর রহমান সহ ইউ.পি সদস্য/সদস্যগণ। জেলা প্রশাসক আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারি নির্দেশনাসমূহ মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© দৈনিক আলোর প্রতিদিন 2018 - Developed by RL IT BD
পাঠকের মতামত: