ধান কাটার ধুম

সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের আমনের মাঠে হাওয়ায় দুলছে সোনালি ধান। হেমন্তের মিষ্টি হাওয়ায় সেই ধান ঘরে তুলতে ব্যস্ত এ অঞ্চলের চাষি। নানা স্বপ্নের বীজ বোনা যেন এই ফসলে। বাম্পার ফলনে সেই স্বপ্ন-সফলতার দারপ্রান্তে। তাই বেশ হাসিখুশিই তারা। চকচকে সোনালি ধান কাটিয়ে দিয়েছে সে ক্লান্তি। সব ঠিকঠাক থাকলে শতভাগ ফসল উঠবে ঘরে।
কৃষকরা বলছেন, এবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধানের আবাদে অন্যান্য বছরের চেয়ে বেশি খাটতে হয়েছে। শঙ্কাও কম ছিল না। এখন ধান পরিপক্ব হয়েছে। এখন ধান কাটতে শুরু করেছেন। আর আবহাওয়া ঠিক থাকলে শতভাগ ফসল ঘরে তুলতে পারবেন বলে মনে করছেন তারা।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি অামন মৌসুমে উপজেলায় ৮ হাজার ৬৮০ হেক্টর জমিতে অামন ধানের অাবাদ হয়েছে।উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাকলী খাতুন জানান মাঠে অাগাম জাতের বিনার অামন ধান পাকতে শুরু করায় কৃষকরা ধান কাটতে শুরু করেছেন। অাগাম জাতের ধান অাবাদ করায় কৃষকরা অার্থিক ভাবে লাভবান হচ্ছেন অপরদিকে একই জমিতে বছরে ৪টি ফসল অাবাদ করতে পারছেন।
সর্বশেষ
প্রতিনিধি নিয়োগ
নির্বাহী সম্পাদক : বনি আমিন
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com
Developed by RL IT BD
পাঠকের মতামত: