fbpx
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

পীরগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান

১৮ এপ্রিল ২০১৯, ৯:১৪:১১

ফাইদুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বিদায় সংবর্ধনা এবং নব-নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক, পীরগঞ্জ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পীরগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি শামীমুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সাবেক উপজেলা মু্িক্তযোদ্ধা কমান্ডার ইব্রাহিম খান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, যুবলীগের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক দুলাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাশেম আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী রায়, ১০টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: