ফেনী দাগনভূঞায় ছাত্রলীগের বর্ধিত সভা
১ ডিসেম্বর ২০২০, ৭:০৩:৪৭

চট্টগ্রাম ব্যুরো::
ফেনীর দাগনভূঞা উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা সোমবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির উপজেলা সভাপতি আবু নাছের চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আরিফুর রহমান অপুর সঞ্চালনায় সভায় উপজেলা যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, পৌর ছাত্রলীগ সভাপতি সামছুদ্দীন মামুন, কলেজ সভাপতি আল রাশেদ ভূঞা, জেলা কমিটির সহ-সম্পাদক ও জায়লস্কর ইউনিয়ন সভাপতি নুরুল হুদা সুমন প্রমুখ।
আবু নাছের চৌধুরী আসিফ জানান, সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে উপজেলার আওতাধীন প্রতিটি ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© দৈনিক আলোর প্রতিদিন 2018 - Developed by RL IT BD
পাঠকের মতামত: