ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত
২১ জানুয়ারি ২০২১, ৭:৩০:৪১

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ২০ জানুয়ারী (বুধবার) সকালে সোনালিকা নামের পাথরবাহী একটি ট্রলি ট্রাক উল্টে ড্রাইভার হেলাল (২৮) ঘটনা স্থলেই প্রাণ হারিয়েছে। সে মঠবাড়ীয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের জব্বার হাওলাদার এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলি ট্রাকটি ভান্ডারিয়া থেকে পাথর বোঝাই করে মঠবাড়ীয়া যাওয়ার পথে তেলিখালি ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সামনের সড়কে উল্টে যায়।এ সময় ট্রলি চালক হেলাল গুরুতর আহত হন। পথচারীরা তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© দৈনিক আলোর প্রতিদিন 2018 - Developed by RL IT BD
পাঠকের মতামত: