মঠবাড়িয়ায় নববধূ রহস্যজনক নিখোঁজ – থানায় জিডি

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় ফাহিমা বেগম (২৫) নামে এক নববধূ বিয়ের ১৯ দিনের মাথায় রহস্যজনক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার মা মমতাজ বেগম ২৪ (রবিবার) সকালে মঠবাড়িয়া থানায় জিডি করেছেন।
জানা গেছে,নিখোঁজ মমতাজ বেগম মঠবাড়িয়া উপজেলার নলী চান্দুখালী গ্রামের জাহাঙ্গীর হোসেন চৌকিদারের স্ত্রী।
জিডি সূত্রে জানা যায়, ফাহিমা বেগমের প্রথম স্বামীর মৃত্যুর পর উপজেলার পূর্ব সাপলেজা গ্রামের বাদল মাতুব্বর নামে এক ব্যবসায়ীর সাথে মাত্র ১৯ দিন আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। ফাহিমা গত বৃহস্পতিবার সন্তানের সাথে দেখা করার জন্য বাদুরতলী গ্রামে পূর্বের শ্বশুর ফুল মিয়ার বাড়িতে যান। এক দিন বেড়ানোর পর শুক্রবার ওই বাড়ি থেকে বের হয়ে স্বামীর ও বাবার কোন বাড়িতে ফিরে যাননি ।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ ফাহিমা বেগমকে উদ্ধারের চেষ্টা চলছে।
পাঠকের মতামত: