মঠবাড়িয়ায় ৪৩ আসামি পলাতক গ্রেফতার
২৪ জানুয়ারি ২০২১, ১১:৩৪:৩০

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ শুক্রবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পলাতক ৪৩ আসামীকে গ্রেপ্তার করেছেন।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, শুক্রবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে থানা ও আদালতে দায়ের হওয়া বিভিন্ন মামলার গ্রেপ্তারী পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়ানো ৪৩ আসামীকে গ্রেপ্তার করা হয়। পরে জামিন নামা (রিকল) যাচাই বাছাই করে ৩৩ জনকে ছেড়ে দেয়া হয়। অন্য ১০ আসামীকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© দৈনিক আলোর প্রতিদিন 2018 - Developed by RL IT BD
পাঠকের মতামত: