fbpx
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

উত্তম চক্রবর্তী

মনিরামপুর(যশোর)

মণিরামপুরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

২১ এপ্রিল ২০১৯, ১২:২৬:২৭

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস॥
শনিবার সকালে মণিরামপুরে বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। যশোর-চুকনগর সড়কের মোহনপুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম হাতেম আলী (৬০)। তিনি উপজেলার কাশিপুর গ্রামের মৃত জামির আলী গাজীর ছেলে। বৃহস্পতিবার বিকেলে তিনি উপজেলার সাতনল গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার সকালে তিনি সেখান থেকে ফিরছিলেন বলে বৃদ্ধেরছেলে আব্দুল আলিম জানিয়েছেন।

মণিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিসের লিডার আব্দুল আজিম বলেন, সকাল সাতটার দিকে ওই বৃদ্ধ লোকটিনেহালপুর কালিবাড়ি রোড হয়ে সাইকেল চালিয়ে মণিরামপুর বাজারের দিকে যাচ্ছিলেন। তিনি মোহনপুর বটতলা মোড়ে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা কেশবপুরগামী একটি পরিবহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

আব্দুল আজিম বলেন, খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব কুমার পাল বলেন, হাসপাতালে আনার পথেই লোকটির মৃত্যু হয়।

মণিরামপুর থানার এসআই আবু সুফিয়ান বলেন, খবর পেয়ে হাসপাতালে এসেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: