মতলব উত্তরে ইয়ং ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ
১১ ফেব্রুয়ারি ২০২১, ৯:৫৫:২৭

বিশ্ব মানবতার জননী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার কম্বল বিতরণ করে মতলব ইয়ং ক্লাব। ১১ ফেব্রুয়ারী সকালে মোহনপুরের আলী ভিলায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ও মতলব ইয়ং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আশফাক হোসেন চৌধুরী মাহি
আশফাক হোসেন চৌধুরী মাহি বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলাম। আগামীতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় মতলব ইয়ং ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য দোলন মাহমুদ, তোফায়েল আহমেদ, রিপন মিয়া, এসএম সেলিম রেজা, শরিফুল ইসলাম প্রধান, মেহেদী হাসান কাজল, ওয়াসিম নিলয়, আমিনুল ইসলাম বুলবুল’সহ মতলব ইয়ং ক্লাব কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© দৈনিক আলোর প্রতিদিন 2018 - Developed by RL IT BD
পাঠকের মতামত: