মতলব উত্তরে দেওয়ান আবদুল করিম হাফেজিয়া মাদরাসার ছাত্রদের পাগড়ী প্রদান

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দেওয়ান আবদুল করিম হাফেজিয়া মাদরাসার ২য় ব্যাচের হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সরদারকান্দি (বাদামতলী) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজ্বাদা আল্লামা শায়খ সায়্যিদ মাসউদ আহমাদ বোরহানী।
দেওয়ান আবদুল করিম হাফেজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান মো. আবদুল আউয়াল মাস্টারের সভাপতিত্বে ও নাউরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের মো. বাহাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দেওয়ান আবদুল করিম হাফেজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, মাওলানা আলাউদ্দিন, সমাজ সেবক জমশেদ বেপারী, মো. ফারুক বেপারী, মাদরাসার শিক্ষক ও মুসল্লিগণ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দেওয়ান আবদুল করিম হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য দেওয়ান হাজী আ. ছামাদ, দেওয়ান হাজী আ. বাতেন, মাওলানা দেওয়ান আ. ছালাম, হাজী আ. আলিম দেওয়ান, হাজী আ. সোবাহান দেওয়ান, মাওলানা আ. গুফরান দেওয়ান, হাজী আ. ওয়াদুদ দেওয়ান, হাজী আ. রহিম দেওয়ান।
আলোচনা সভা শেষে ৪ জন হাফেজ ছাত্র মো. শাহাদাত হোসেন, মো. শাখাওয়াত হোসাইন, মো. রাসেল হোসেন, মো. সাজ্জাদ হোসেন হৃদয়কে পাগড়ি পড়িয়ে দেন আল্লামা শায়খ সায়্যিদ মাসউদ আহমাদ বোরহানী’সহ অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, মিজানুর রহমান খোকা, হাসান দেওয়ান, শাহ আলম প্রধান, হাসেম দেওয়ান, আল ইসলাম, তাজুল ইসলাম প্রধান, আ. ছাত্তার প্রধান, রুবেল রানা’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
সর্বশেষ
প্রতিনিধি নিয়োগ
নির্বাহী সম্পাদক : বনি আমিন
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com
Developed by RL IT BD
পাঠকের মতামত: