মতলব উত্তরে মহান বিজয় দিবস পালনকল্পে প্রস্তুতি সভা

চাঁদপুরের মতলব উত্তরে ১৬ ডিসেম্বর মহান জাতীয় বিজয় দিবস পালন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, পল্লীবিদ্যুৎ মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম মো. নূরুল আলম ভুইয়া, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম ভুইয়া, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন ভুঞা, সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিরাজ খালিদ’সহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় বিজয় দিবস উদ্যাপন কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও প্রতিটি উপ-কমিটি গঠন করার ব্যাপারে উপস্থিত সকলে উন্মুক্ত মতামত ব্যক্ত করেন।
সর্বশেষ
প্রতিনিধি নিয়োগ
নির্বাহী সম্পাদক : বনি আমিন
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com
Developed by RL IT BD
পাঠকের মতামত: