মধুখালীতে ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন
২৪ নভেম্বর ২০২০, ৩:৪২:১৭

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ২৪ নভেম্বর মঙ্গলবারঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট গ্রামের আনন্দ ভাদুরীর বাড়ীর একটি ঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে গ্রাম বাসির আয়োজনে মানববন্ধন কর্মসুুচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ঘোপঘাট এলাকায় মানববন্ধন কর্মসূচীতে জানমাল ও পরিবারের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগি পরিবারের পক্ষে বক্তব্য রাখেন আনন্দ ভাদুরী,তুষার কুমার ভাদুরী। ২১ নভেম্বর ২০২০ খ্রিস্টাব্দ সন্ধ্যায় অগ্নিসংযোগের ব্যাপারে মধুখালী থানায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ।
অগ্নিসংযোগের বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের মোবাইলে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি। অনুসন্ধ্যান চলছে।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© দৈনিক আলোর প্রতিদিন 2018 - Developed by RL IT BD
পাঠকের মতামত: