মধুপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত এক
২০ জানুয়ারি ২০২১, ৩:৫৬:০৫

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে তিন তলা বিল্ডিং এ কাজ করার সময় মোহর আলী (২০) নামে এক শ্রমিক বিদ্যুৎ স্পৃস্ট হয়ে মর্মান্তিকভাবে আহত হয়েছেন। আজ মধুপুর উপজেলা সড়কের জোড়া ব্রিজের পার্শে তিন তলা একটি বিল্ডিং এ কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। জানা যায় , উক্ত বিল্ডিংএর বাহিরে থাইয়ের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। বিল্ডিং ঘেষেই বিদ্যুৎতের খুটি রয়েছে। আর এ খুটি হতে বিভিন্ন দিকে বিদ্যুৎতের তার চলে গেছে। আহত মোহর পিরোজপুর গ্রামের মো. মোতালেব হোসেনের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে মধুপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বিপ্লপ সরকার এর সাথে কথা বললে তিনি জানান আমাকে এ ব্যাপারে কেউ অবগত করেন নাই।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© দৈনিক আলোর প্রতিদিন 2018 - Developed by RL IT BD
পাঠকের মতামত: