মিরসরাই পৌরসভার উদ্যোগে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
১৮ জানুয়ারি ২০২১, ৭:০০:৪৫

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
মিরসরাই পৌরসভার উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও সর্ব সাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) বিকেলে পৌরসভা কার্যালয়ে কর্মসূচীর উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন।
এসময় পৌরসভার কাউন্সিলর শাখের ইসলাম রাজু, নুরুল মোস্তফা, কোব্বাদ মিয়া, জয়নাল আবেদীন, কবির আহমদ ছুট্টো, পৌর সচিব সমর কান্তি চাকমা, মিরসরাই বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মেজবা উল আলম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আবছার সেলিম, প্রচার সম্পাদক আল ফায়াত সংগ্রাম, আওয়ামী লীগ নেতা আমির হোসেন সুজন, যুবলীগ নেতা বেলাল হোসেন শামীম উপস্থিত ছিলেন। এসময় ৯টি ওয়ার্ডে ৪’শ কম্বল ও ৬ হাজার মাস্ক বিতরণ করা হয়।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© দৈনিক আলোর প্রতিদিন 2018 - Developed by RL IT BD
পাঠকের মতামত: