fbpx
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

লোকমান হোসেন রানা

নিজস্ব প্রতিনিধি (যশোর)

যশোর শার্শায় অস্ত্র-গুলি ও হেরোইন সহ দুই যুবক আটক

১১ ফেব্রুয়ারি ২০১৯, ৬:০৫:৫৭


মোঃলোকমান হোসেন(রানা),নিজস্ব প্রতিনিধি:-
যশোরের শার্শায় অস্ত্র-গুলি ও হেরোইনসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। (রবিবার১০ ফেব্রুয়ারি)পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার রামপুর গ্রামের গোলাম মোস্তফা’র ছেলে মামুনুর রশিদ (৩১)ও টেংরা গ্রামের আনসার আলীর ছেলে সেলিম হোসেন (৩২)।শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)এম মশিউর রহমান জানান, চোরাচালান প্রতিরোধ ও মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে শার্শা উপজেলা কলেজের সামনে অবস্থান করে।এ সময় পোতাপাড়া মোড়ের ব্রীজের উপর একজনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অসৌজন্য মুলক কথাবার্তা বলতে থাকে।এ সময় তার দেহ তল্লাশী করলে তার প্যান্টের ভেতর থেকে ১টি ওয়ানশুটার গান ও ১রাউন্ড গুলি উদ্ধার করাহয়।অপর দিকে পৃথক অভিযানে শ্যামলাগাছি মামা-ভাগ্নে অটোরাইস মিলের সামনে থেকে ২শত গ্রাম হেরোইনসহ সেলিম হোসেনকে আটক করা হয়।এ ব্যাপারে আটককৃতদের নামে শার্শা থানা পৃথক দুটি মামলা হয়েছে।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: