fbpx
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

রাঙ্গাবালীতে উপজেলা ছাত্রলীগ সভাপতির নৌকা মার্কার প্রথম প্রচারনী মিছিল

২৭ নভেম্বর ২০১৮, ৬:২১:০৭

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মহিব্বুর রহমানকে দলীয় মনোনয়ন দেয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মঙ্গলবার বিকালে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ বিন ওয়ালিদ তালুকদারের নেতৃত্বে ছাত্রলীগের শত শত নেতাকর্মী মিছিল করেছে।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় নৌকা, শেখ হাসিনা এবং মহিব্বুর রহমান স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

উল্লেখ্য, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে দলের বিভিন্ন পর্যায়ের ৩১ জন নেতা-কর্মী এ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

সকল জল্পনার অবসান শেষে রোববার সকালে মো: মহিব্বুর রহমান মহিবকে দলীয় মনোনয়ন দেয়া হয়।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: