রাজাপুরে ভোট কেন্দ্র পরিবর্তনের জন্য আবেদন করেছেন সাবেক ইউপি সদস্য রব হাওলাদার

কামরুল হাসান মুরাদ:: ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড়
ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্র পরিবর্তনের জন্য এলাকাবাসীর
পক্ষের আবেদন করেছেন শুক্তাগড় ইউনিয়ন পরিষদ ৬নং ওয়ার্ডের সাবেক
ইউপি সদস্য আ ঃরব হাওলাদার। এলাকাবাসীর পক্ষে সাবেক ইউপি সদস্য
আ ঃরব হাওলাদার উপজেলা নির্বাচন অফিসার এর কাছে দেয়া এক
আবেদনে বলেছেন, উপজেলার ২১নং গোপালপুর সরকারী প্রাথমিক
বিদ্যালয়ে বর্তমান ২নং শুক্তগড় ইউনিয়নে তিন টি গ্রাম নিয়ে ৬নং
ওয়ার্ডের ভোট কেন্দ্রটি গঠিত। উক্ত ভোট কেন্দ্রটি তিনটি গ্রামের
এক কর্ণারে অবস্থিত বিধায় উক্ত এলাকার ভোটারদের নির্বাচনী ভোট
দিতে এসে নানা মূখী অসুবিধার সম্মূখীন হতে হয়। ইউনিয়ন পরিষদ
নির্বাচনে বিভিন্ন ধরনের সংঘর্ষ, বোমাবাজী সহ এলাকার সন্ত্রাসী
বাহিনীরা উক্ত কেন্দ্রের আনাচে কানাচে সক্রিয় অবস্থায় অবস্থান নিয়া
ভোটারদের ভোট দিতে বিঘœ ঘটায়। যেমন গত ২২/৩/২০১৬ইং তারিখে
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র থেকে আমার এজেন্ট বাহির
করিয়া দেয় এবং আমাকে মারপিট করে কেন্দ্র থেকে তাড়িয়ে দেয়। ইহা
ছাড়া কেন্দ্রটি উপজেলা হইতে ৫কিঃমিঃ দূরত্বে অবস্থিত যাতায়াত
ব্যবস্থা তেমন ভাল নয়। অতঃপর ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়টি অত্র ২নং শুক্তাগড়
ইউনিয়নরে ৬নং ওয়ার্ডের মাঝে অবস্থিত উপজেলা থেকে যোগাযোগ
ব্যবস্থা খুবই ভাল। সে ক্ষেত্রে ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি কক্ষ
রহিয়াছে। গভীর নলকুপের বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সহ বাথরুমের সু-ব্যবস্থা
আছে। তাই যাতায়াতের সুবিধার্থে এলাকাবাসী ভোটারদের সার্থে
অত্র ভোট কেন্দ্রটি ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে স্থায়ীভাবে করার জন্য
আবেদন জানাচ্ছি।
এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, ভোট
কেন্দ্র পরিবর্তন প্রসঙ্গে একটি আবেদন পেয়েছি। ভোট কেন্দ্র
নীতিমালা অনুযায়ী উদ্ধতন কতৃপক্ষ যদি নির্দ্ধেষনা প্রদান করেন তা
হলে সরজমিনে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
প্রতিনিধি নিয়োগ
নির্বাহী সম্পাদক : বনি আমিন
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com
Developed by RL IT BD
পাঠকের মতামত: