fbpx
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

রাণীশংকৈলে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২৩ জুন ২০১৯, ১১:৩৪:৪১

সাব্বির আহমেদ, রাণীশংকৈল প্রতিনিধি ঃ

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা আ’লীগের আয়োজনে ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৩ জুন বিকালে উপজেলা আ’লীগ কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা লীগ, মুক্তিযোদ্ধা লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সমর্থক র‌্যালীতে উপস্থিত ছিলেন।

র‌্যালী শেষে সাধারণ পাঠাগার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সফিকুল আলম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা যুবলীগ সভাপতি মেয়র আলমগীর সরকার, মুক্তিযোদ্ধা লীগের হবিবুর রহমান, মহিলা আ’লীগের ফরিদা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠান স ালনায় ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী। আলোচনা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: