fbpx
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

রাণীশংকৈলে এস.এস.সি ব্যাচ’ ৯৮ এর পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

১০ জুন ২০১৯, ১:২৫:২৪

সাব্বির আহম্মেদ, রাণীশংকৈল প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের উদ্দ্যেগে এক বিশাল পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পুনর্মিলনী ও মনোজ্ঞ উপলক্ষ্যে শনিবার ৮ জুন দুপুরে ৯৮ ব্যাচের প্রায় দু’শতাধিক সহপাঠী রাণীশংকৈল ডিগ্রী কলেজ প্রাঙ্গণ হতে পৌর শহরে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করে।

এতে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা,রাণীশংকৈল ডিগ্রি কলেজ অধ্যক্ষ তাজুল ইসলাম,সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মাস্টার, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হাজির উদ্দিন, জয়নাল আবেদিন, মতিউর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম সবুজ, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক মোস্তাফিজুর রহমান মোস্তাক, রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবেদিন এবং বর্তমান প্রধান শিক্ষক সোহেল রানা সহ বিভিন্ন স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষকরা অংশগ্রহণ করেন।

পরে পুনর্মিলনী অনুষ্ঠানে-৯৮ ব্যাচের ১৬৫জন ছাত্র ও ৩৫জন ছাত্রী স্বাগতিক বক্তব্য, স্মৃতিচারণ মূলক আলোচনা, উপহার বিতরণ , র‌্যাফেল ড্র ও আলোচনা শেষে সন্ধ্যায় একই মে ঢাকা থেকে
আগত শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: