fbpx
প্রচ্ছদ / সারাদেশ / বিস্তারিত

রাবির আবাসিক হল খুলবে রোববার, ক্লাস শুরু সোমবার

১৮ জুন ২০১৯, ৯:৫০:৪৬

রাবি প্রতিনিধি:
ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খুলে দেয়া হবে রোববার (২৩ জুন)। সোমবার (২৪ জুন) থেকে ক্লাস শুরু হবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘ছুটি শেষে রোববার (২৩ জুন) সকাল দশটায় আবাসিক হলগুলো খুলে দেয়া হবে এবং সোমবার (২৪ জুন) থেকে ক্লাস শুরু হবে।’

প্রসঙ্গত, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ৮ মে থেকে টানা ৪৭ দিন ছুটি দেয়া হয়। আবাসিক হলসমূহ ৩০ মে (বৃহস্পতিবার) বন্ধ করা হয়। এছাড়া আগামী ২১ জুন থেকে দাপ্তরিক কার্যক্রম শুরু হবে।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: