শাবিপ্রবির ছাত্রীদের মেসে প্রবেশের চেষ্টা,যুবক আটক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনায়া মেনশন নামের ছাত্রীদের একটি মেসের তালা ভেঙে প্রবেশের চেষ্টা চালায় এক যুবক। জানা যায় ইয়ানা মেনশন নামের এই ভবনের চার তলায় শাবিপ্রবি ছাত্রীদের একটি মেস ছিলো।
২১ জানুয়ারি,বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঐ ভবনের চার তলার ছাত্রীদের মেসের মূল গেটের দরজা ভেঙে করিডোরে প্রবেশ করে সাজ্জাদ হুসেন মঞ্জু নামের ঐ যুবক। এসময়ের মেসে থাকা এক ছাত্রী বেরিয়ে এসে যুবকটিকে দেখে ফেললে যুবকটি ছাত্রীকে গালিগালাজ ও হুমকি দেয়। ছাত্রীরা নিচে নেমে এসে চিৎকার করলে মানুষ জড় হয়ে যুবকটিকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন,বহিরাগত যুবকটিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত: