সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ফুটসাল এ্যারিনা ইনডোর প্লেগ্রাউন্ডের উদ্বোধন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ২ নং বরইকান্দি ইউনিয়নে ফুটসাল এ্যারিনা নামে একটি ইনডোর ফুুুুটবল মাঠের উদ্বোধন করা হয়েছে।
২২ জানুয়ারি,শুক্রবার সন্ধ্যায় এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাসমুদ-উস-সামাদ চৌধুরী,এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম,ইন্সপেক্টর অফ পুলিশ,দক্ষিণ সুরমা। ২ নং বরইকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিব হোসেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে ইনডোর ফুটবল মাঠের উদ্যোক্তাদের সাধুবাদ জানান। তারা বলেন,যুবসমাজকে মাদকসহ নানান অপরাধমূলক কর্মকান্ড থেকে সরিয়ে রাখতে,এবং অবসর সময় খেলাধুলার মাধ্যমে কাঠানোর জন্য এসব ইনডোর মাঠের প্রয়োজনীয়তা অপরিহার্য। বক্তব্যের শেষে ফুটসাল এ্যারিনা ইনডোর ফুটবল মাঠের উদ্বোধন করের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী। পরে অনুষ্ঠানস্থল থেকে রংবেরঙ এর ফানুস উড়ানো হয়।
পাঠকের মতামত: