সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো::
চট্টগ্রামের সীতাকুণ্ডের সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষক তৌহিদুল ইসলাম জাফর (৫১) মারা গেছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তৌহিদুল ইসলাম জাফর। তিনি সীতাকুণ্ডের ফকিরহাট সাদেক মস্তান (র.) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার বাড়ি সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমির ফারুক জানান, শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে মোটর সাইকেলের ধাক্কায় এক শিক্ষক ও চালক আহত হন।
তাদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওই শিক্ষককে চট্টগ্রামে পাঠানো হয়। মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।
পাঠকের মতামত: