fbpx
প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত

২৩ অক্টোবর প্রাথমিক শিক্ষকদের মহা সমাবেশ সফল করার লক্ষ্যে মতলব উত্তরে প্রস্তুতি সভা

১৯ অক্টোবর ২০১৯, ১০:৩৫:২৭

মতলব উত্তরে প্রাথমিক শিক্ষকদের ২৩ অক্টোবর মহাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বেতন বৈষম্য নিরসনের দাবিতে ২৩ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মহা সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলার শাখার সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শ্যামল কুমার বাড়ৈই সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুল বাতেন, শিক্ষক নেতা আবদুল হান্নান, মামুনুর রশিদ, রহমত উল্লাহ পাটোয়ারী, তাহমিনা আক্তার’সহ শিক্ষক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রধান শিক্ষকদের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেডে ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন দেওয়ার দাবিতে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ’ ব্যানারে ২৩ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে সরকারের কাছে দাবি পেশ করা হবে।
ইতিমধ্যে শিক্ষকরা গত সোমবার দুই ঘণ্টা, মঙ্গলবার তিন ঘণ্টা, বুধবার অর্ধদিবস ও বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মতামত: