ডিমলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী, খগা খড়িবাড়ী ইউ.পি চেয়ারম্যান মো: রবিউল ইসলাম লিথন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তাগণ প্রতিবন্ধীদের সুস্থ্য থাকার জন্য বিভিন্ন দিক আলোচনা করেন।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
পাঠকের মন্তব্য: