শনিবার ১১ মে, ২০২৪

ডিমলায় ইউ.পি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

২৬ জুন, ২০২৩ ৪:১৪:৫২

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় আসন্ন ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে বিভিন্ন প্রর্তীক বরাদ্দ দেন দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার।

এ উপলক্ষে সোমবার (২৬ জুন) সকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস সরকার বৈধ প্রার্থীদের মাঝে প্রর্তীক বরাদ্দ প্রদান করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায় এবারে ডিমলা ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে খগা খড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. রবিউল ইসলাম লিথন (চশমা), আনোয়ার হোসেন (মোটরসাইকেল), মো. রফিকুল ইসলাম (আনারস)।

অপর দিকে টেপা খড়িবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: রফিকুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ময়নুল হক (চশমা), মো: আফছার আলী (মোটরসাইকেল), মো: রবিউল ইসলাম শাহিন (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী মো. হারুনুর রশিদ।

গয়াবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: আমজাদ হোসেন সরকার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো: সামছুল হক (অটোরিক্সা), মো. শরীফ ইবনে ফায়সাল মুন (আনারস), মো. আনোয়ারুল হক (ঘোড়া), মো: কামরুজ্জামান (চশমা), মো: রুকুনুজ্জামান (মোটরসাইকেল), মো: লুৎফর রহমান (টেবিল ফ্যান)।

এছাড়াও ৩টি ইউনিয়নের প্রার্থীদের মাঝে উৎসহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাধারন সদস্য ও মহিলা সংরক্ষিত আসনের সদস্যদের বিভিন্ন ধরনের প্রতীক বরাদ্দ প্রদান করেন।

এ বিষয় সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার ও ডিমলা ইউ.পি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো: আব্দুল কুদ্দুস সরকার বলেন যে, ১৩৯ জন বৈধ প্রার্থীর মাঝে সুষ্ঠভাবে প্রর্তীক বরাদ্দ প্রদান করা হলো আগামী ১৭ জুলাই ২০২৩ ভোট ব্যালটের মাধ্যমে ২৭টি কেন্দ্রে ১৬০টি বুথে ভোট সম্পন্ন হবে ইনশাল্লাহ্।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

Selected poll is not defined.

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected],

Developed by RL IT BD