সুজন মাহমুদ

নিজস্ব প্রতিনিধি

সুইডেনে আল কোরআন পোড়ানোর প্রতিবাদে রাঙ্গাবালীতে বিক্ষোভ মিছিল৷ 

১০ জুলাই ২০২৩, ৫:১৭:২৯

বিক্ষোভ মিছিল

 

নিজস্ব প্রতিনিধি৷

রাঙ্গাবালী পটুয়াখালী৷

সুইডেনের রাজধানী স্টক হোম-এ মুসলমানদের মহাগ্রন্ত আল কোরআন পড়ানোর প্রতিবাদে রাঙ্গাবালী সরকারী কলেজের শিক্ষার্থীরা  ও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র এবং মসজিদের খতিব বিক্ষোভে অংশগ্রহণ করেন ৷ আজ সকাল ১০.৩০ এ বিক্ষোভ মিছিলটি রাঙ্গাবালী সরকারি কলেজ গেট থেকে বের হয়ে । শিক্ষার্থীরা শান্তি পূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল নিয়ে খালগোড়া বাজারের মেইন রাস্তা প্রদক্ষিণ করে কলেজ মাঠে শেষ করেন। এ সময় উপস্থিত  ছিলেন  মোঃ নাইম ইসলাম কাওসার,হাফেজ মো: আব্দুর রহিম, হাফেজ মোঃ সানাউল্লাহ, মোঃ নীরব মাহমুদ, মো: কিরন৷
রাংগাবালী সরকারি কলেজ সকল ছাত্র বৃন্দ।

এ সময় সমাপনী বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, কয়েক বছর পরপরই সুইডেনে মুসলিমদের পবিত্র গ্রন্থ আল কোরআন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটাক্ষ করে।মুসলমানদের হৃদয়ে ব্যাথা দেয়।সরকারে প্রতি দাবি জানাই, সুইডেন সরকারের প্রতি পবিত্র কোরআন অবমাননার দায়ে জাতিয় সংসদে নিন্দা প্রস্তাব আনতে হবে এবং বাংলাদেশে অবস্থানরত সুইডেনের দুতাবাস আগামী ৭ দিনের মধ্যে বন্ধ করে দিতে হবে।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

পাঠকের মন্তব্য: