প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

গণতন্ত্র রক্ষার অতন্ত্র প্রহরী হিসেবে মাঠে থাকবে যুবলীগ,একথা বলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ

২৪ জুলাই ২০২৩, ৩:১৮:০৭

মোঃ ইব্রাহিম মিয়া সদর প্রতিনিধি ঝিনাইদহ।
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক সাংসদ নবী নেওয়াজ বলেছেন, সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। কারো কথায় সরকার পদত্যাগ করবে না। তিনি বলেন, যারা আগুন সন্ত্রাসের জনক, যারা হাওয়া ভবন সৃষ্টি করে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আজ তারাই গনতন্ত্রের কথা বলে। তিনি বলেন, যুবলীগ গনতন্ত্র রক্ষার অতন্ত্র প্রহরী হিসেবে মাঠে থাকবে। দেশ ও গনতন্ত্র নিয়ে আর কাউকে খেলতে দেয়া হবে না। নবী নেওয়াজ ঝিনাইদহ জেলা যুবলীগের উদ্যোগে “তারুণ্যের জয়যাত্রা ও যুব সমাবেশ” বক্তৃতা দানকালে এ কথা বলেন। সোমবার বিকালে শহরের পায়রা চত্বরে ঝিনাইদহ জেলা যুবলীগ এই সমাবেশের আয়োজন করে। জেলা আহবায়ক আশফাক মাহমুদ জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ জসিম উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড.হাসানুজ্জামান তুষার, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার খান সউদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুর পারভেজ তুষার, যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হুমায়ন কবীর, ইঞ্জিনিয়ার প্রতীক ঘোষ, জসিম উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, হাফিজুর রহমান, শফিকুল ইসলাম শিমুলসহ বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাশিদুর রহমান রাসেল। দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশস্থলে নেতাকর্মীরা জমায়েত হতে থাকে। বিকাল নাগাদ গোটা পায়রা চত্বর কানায় কানায় পুর্ন হয়ে যায়।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

পাঠকের মন্তব্য: