প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন

২৫ জুলাই ২০২৩, ৬:৫৭:১৩

মোঃইব্রাহিম মিয়া জেলা প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও ঝিনাইদহ মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে (২৫জুলাই) ২০২৩ইং সোমবার সকাল ১০ টায় পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।র‍্যালী শেষে পরিষদ চত্বরে অবস্থিত পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহ জেলার সুযোগ্যা জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
সাবেক মৎস্য ও প্রানীসম্পদ প্রতিমন্ত্রী,
জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি।

ঝিনাইদহ ও মাগুরা সংরক্ষিত আসনের এমপি খালেদা খানম,
সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন,
জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদ রেজা,
জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক সহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং জেলার মৎস্য চাষিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আলোচনা শেষে সম্মানিত অতিথিবৃন্দ সফল মৎস্য খামারিদের মাঝে পুরস্কার বিতরন করেন।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

পাঠকের মন্তব্য: