সোমবার ৯ সেপ্টেম্বর, ২০২৪

জাগ দেওয়ার পানি নেই, মধুখালীতে মাঠেই নষ্ট হচ্ছে পাট

২৬ জুলাই, ২০২৩ ১:৫২:১৭

সালেহীন সোয়াদ, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন পাট চাষিরা। এরই মধ্যে নতুন পাট উঠতে শুরু করেছে। এ বছর পাটের ভালো দাম পেয়ে চাষিরা খুশি হলেও এখন পর্যন্ত বেশিরভাগ জমির পাটই কেটে জাগ দেওয়া সম্ভব হচ্ছে না পর্যাপ্ত পানির অভাবে।

কৃষক ও কৃষি বিভাগ সূত্র জানিয়েছে, গত বছরের মত এবার আষাঢ় মাসে বৃষ্টি খুবই কম হওয়ায় এ অঞ্চলের ডোবা-নালা, খাল-বিলে পানি জমেনি। এ কারণে পাট জাগ দেওয়ার জন্য প্রয়োজনমত পানি না পেয়ে জমি থেকে পাট কাটতে পারছেন না কৃষক। পাট শুকিয়ে লাল হতে শুরু করেছে জমিতে।

মধুখালী উপজেলার বাসপুর রামদিয়া গ্রামের পাটচাষি মনু মৃধা বলেন, এ বছর পাটের ফলনও বেশ ভালো হয়েছে। কিন্তু পানির অভাবে পাট কেটে জাগ দিতে পারছি না। অর্ধেক পানিতে আর অর্ধেক পানির উপরে রয়েছে। মেশিনে সেচ দিয়ে পানি দিলেও ২/৩ দিন পর পানি শুকিয়ে যায়। পানির কারনে সমস্ত পাট কাটতেও পারছিনা।

কামালদিয়া ইউনিয়নের চানপুর গ্রামের পাটচাষি মোঃ হাপিজুর রহমান জানান, এ বছর যেসব জমিতে পাট চাষ করেছিলাম পানির অভাবে সেসব জাগ দিতে পারছি না। কেটে রাস্তার উপর রেখে দিয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করছি।

উপজেলার বিভিন্ন গ্রামের সব এলাকার অবস্থা প্রায় একই । কৃষকরা জানান, এ বছর রোগ বালাই খুব একটা না থাকায় পাটের ফলন খুব ভালো হয়েছে। কিন্তু বৃষ্টির অভাবে এখন পাট ক্ষেতেই রোদে পুড়তে শুরু করেছে।

মধুখালী উপজেলা কৃষি বিভাগ জানায়, উপজেলাতে এ বছর ৮ হাজার ৫শ ৬০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। প্রতিমণ পাট বর্তমানে তিন থেকে সাড়ে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান জানান, পানিস্বল্পতায় পাট জাগ দেওয়া যাচ্ছে না। ভারিবর্ষণ না হলে খাল-বিলে পানি জমবে না। সেক্ষেত্রে কৃষকদের সেচ দিয়ে জাগ দিতে হবে।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

Selected poll is not defined.

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,

Developed by RL IT BD