ডিমলায় বৈদ্যুতিক পাকা বিতরণ
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
২০২২-২৩ অর্থ বছরে উপজেলা উন্নয়ন সহায়তা খাতের আওতায় ডিমলা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বৈদ্যুতিক পাকা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৈদ্যুতিক পাকা বিতরণ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ সহ মাদ্রাসা ও এতিম খানার প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৬৭৫ জনের মাঝে একটি করে বৈদ্যুতিক পাকা প্রদান করেন।
দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না
পাঠকের মন্তব্য: