বৃহস্পতিবার ৫ ডিসেম্বর, ২০২৪

শৈলকুপায়া পৌর কাউন্সিলের বিরুদ্ধে উপজেলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

১৩ আগস্ট, ২০২৩ ৫:২৪:৩৬

মোঃইব্রাহিম মিয়া জেলা প্রতিনিধি ঝিনাইদহ।

ঝিনাইদহে এক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান।
১২/০৮/২০২৩ইং শনিবার দুপুরে জেলা রিপোর্টাস ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন ও তার স্ব-পরিবার উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন অভিযোগ করেন, শৈলকুপা পৌরসভার ৫ নং ওয়ার্ডের ফাজিলপুরে অবস্থিত নিলুফা প্রি ক্যাডেট এবং নিলুফা প্রতিবন্ধী স্কুলসহ বসতবাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এছাড়াও আমার বড় বোন হাসি খাতুনের বাড়িতে হামলা করে ভাংচুর করে। এসময় বাধা দিতে গেলে আমার বড় বোন হাসি খাতুন, ভাগ্নে পাভেলসহ পরিবারের ৪ সদস্যকে বেধড়ক পিটিয়ে আহত করে। আহতরা শৈলকুপা হাসপাতালে ভর্তি রয়েছে। গত ১০ আগষ্ট শৈলকুপা পৌরসভার ৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ফাজেলপুর গ্রামের মৃত আরা খানের ছেলে মুসা খান (৫০), পাঠানপাড়া গ্রামের মৃত দাউতুল হক খানের ছেলে দাউদ উল হক খান (৫২) ও তার ভাই আরিফুল হক খান পলাশ (৩০), একই গ্রামের তহিদুল খানের ছেলে বিপ্লব খান (২৫)সহ ১০ থেকে ১৫ জন এ হামলা, ভাংচুর ও মারধর করে বলে লিখিত বক্তব্যে উঠে আসে।বেশ কিছুদিন যাবৎ ৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মুসা খান রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ ধরনের কর্মকান্ড চালিয়ে আসছে। এ ঘটনায় শৈলকুপা থানায় সাধারন ডায়েরী ও একাধিক অভিযোগ করা আছে। জেলা রিপোর্টাস ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনেএই সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবী করেন শৈলকুপা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক নিলুফা ইয়াসমিন এবং তার ভুক্তভোগী পরিবার।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

Selected poll is not defined.

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,

Developed by RL IT BD