মঙ্গলবার ১০ সেপ্টেম্বর, ২০২৪

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদা ও শোকবহ পরিবেশের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত

১৫ আগস্ট, ২০২৩ ১১:৫২:৪৬

মোঃ ইব্রাহিম মিয়া জেলা প্রতিনিধি ঝিনাইদহ:

ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্য্য পরিবেশের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন স্থান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালি শহরের বিভিন্ন সড়ক ঘরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেরণা একাত্তর চত্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে প্রথমে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার মোঃ আজিম-উল-আহসান বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান। ঝিনাইদহ গারিগরি প্রশিক্ষন (টিটিসি) কেন্দ্রের অধ্যক্ষ রুস্তম আলী তার প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের নিয়ে জাতীর পিতার ম্যুরালে শ্রদ্ধা জানান। পর্যাায়ক্রমে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। শোকবহ পরিবেশে হাজারো মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু। অপরদিকে সকালে শহরের উজির আলী স্কুল মাঠে জেলা যুবলীগের পক্ষ থেকে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ঝিনাইদহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী, রাজু আহম্মেদ, সদর থানা যুবলীগের সাবেক আহবায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। এদিকে ঝিনাইদহ শহরের পাড়া মহল্লা ছাড়াও ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে দিবসটি যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর দের মাধ্যমে পালনে ব্যাপক প্রস্ততি গ্রহন করা হয়। আলোচনা সভা,দোয়ার মাহফিল ছাড়াও গরীব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

Selected poll is not defined.

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : alorprotidin@gmail.com, news.alorprotidin@gmail.com,

Developed by RL IT BD