ডিমলায় পোনা মাছ অবমুক্তি কার্যক্রমের উদ্বোধন

১৬ আগস্ট ২০২৩, ৪:২০:৩৭

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর ডিমলা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: তবিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, সমাজসেবা কর্মকর্তা নূরুন নাহার নুরী, মৎস্য কর্মকর্তা মোছা: শামীমা আক্তার, রামডাঙ্গা ভুতকুড়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি অবিলাশ দাস সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন খাস জলাশয়, প্রাতিষ্ঠানিক পুকুর ও মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের আওতায় ডিমলা উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ১৮ টি উন্মুক্ত জলাশয়ে ৩৯২.৮৬ কেজি পোনা মাছ অবমুক্ত কার্যক্রম করা হয়েছে।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

পাঠকের মন্তব্য: