শুক্রবার ১৭ মে, ২০২৪

তিস্তার পানি বিপদসীমার উপরে-প্লাবিত নিম্ন অঞ্চল

৪ অক্টোবর, ২০২৩ ৫:৪৩:০৩

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
উজানে সিকিমের একটি বাঁধ ভেঙ্গে বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে নীলফামারীর জেলার ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায়।

পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়ে পড়েছে নদীর তীরবর্তী এলাকা উপজেলার খগা খড়িবাড়ী, খালিশা চাপানী, টেপা খড়িবাড়ী, ঝুনাগাছ চাপানী, পূর্ব ছাতনাই ইউনিয়ন সহ বেশকিছু এলাকায়। নদীর আশপাশের পরিবারগুলো পানি বন্দি সহ কৃষিক্ষেত অনেক নষ্ট হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বুধবার (৪ অক্টোবর) সকাল থেকে পানি বৃদ্ধি পাওয়ায় বিকেল ৩টায় ৫২.২০ সে.মি। যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে পানি প্রবাহিত হচ্ছে। পানি আরও বৃদ্ধি পেতে পারে।

পানি বৃদ্ধি পাওয়ায় সেখানকার মানুষ গরু-ছাগল নিয়ে নিরাপদ জায়গায় সরে যাচ্ছে। ফলে পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের ৪৪ টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌল্লা বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার (৩ অক্টোবর) রাত থেকে পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারেজের ৪৪ টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে তিস্তাপাড়ের মানুষকে সর্তক করার পাশাপাশি সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুুত আছি বলে জানান।

এদিকে পানিবন্দি মানুষের খোঁজখবর নিচ্ছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুর-ই-আলম সিদ্দিকী , ডিমলা থানার অফিসার ইনচার্জ মো: লাইছুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

Selected poll is not defined.

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected],

Developed by RL IT BD