সুজন মাহমুদ

নিজস্ব প্রতিনিধি

রাঙ্গাবালীতে রাতের আধারে মাল্টা বাগানে দুর্বৃত্তের হামলায় অর্ধশতাধিক গাছ ভূপতিত৷

৭ অক্টোবর ২০২৩, ১২:৩৫:১১

নিজস্ব প্রতিনিধি
রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাতের আধারে একটি মাল্টা বাগানের অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের সামুদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের লিমা বেগম নামের এক নারী বাগানটির মালিক। তিনি জানান, গতবছরের ৩০ জুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্টের (এসএসিপি) সহযোগিতায় লিমা বেগমের উদ্যোগে তার বাবা হারুন মৃধার ৫০ শতক জমিতে মাল্টা বাগান করা হয়। ওই সময় বারি মাল্টা-১ জাতের ৬০টি মাল্টা গাছ রোপণ করা হয়। বর্তমানে গাছগুলোতে ফলও ধরেছিল। কিন্তু বৃহস্পতিবার রাতের আধারে লিমা বেগমের বাগানটি কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

পাঠকের মন্তব্য: