বৃহস্পতিবার ৯ মে, ২০২৪

ঝিনাইদহে প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাও পুরস্কার বিতরণ

১৯ অক্টোবর, ২০২৩ ৬:০৯:১২

ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের একটি স্বনামধন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রগতি প্রি-ক্যাডেট স্কুল ।এ স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই সুনামের সাথে শিক্ষার মান বজায় রাখার ক্ষেত্রে অকল্পনীয় ভূমিকা পালন করছে প্রগতি প্রি-ক্যাডেট স্কুল ঝিনাইদাহের মধ্যে একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে জেলা জুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে। আজ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অর্থ, ও সনদ বিতরণ এবং সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মোঃ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান প্রগতি প্রি-ক্যাডেট স্কুল ঝিনাইদহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, জনাব প্রফেসর ড.মাহবুবুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ ঝিনাইদহ জেলা। উক্ত অনুষ্ঠান আয়োজনে প্রগতি প্রি-ক্যাডেট স্কুল ঝিনাইদহ। উক্ত অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল সকাল ৮ টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন, এরপর কোরআন তেলাওয়াত, এবং জাতীয় সংগীত পরিবেশন, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পিকনিকের কার্যক্রমের মাধ্যমে প্রথম পর্বের কার্যক্রম শেষ হয়। বিকাল ২ ট ৩০ মিনিটে দ্বিতীয় পর্বের কার্যক্রমে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিথি বৃন্দ, এবং বিকাল তিনটার সময় প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য আলোচনা করেন, আলোচনা শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এ ঘাতকের বুলেটে নির্মমভাবে সকল শহীদের প্রতি এবং শিশু পুত্র শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন ছিল গতকাল, শ্রদ্ধেয় ভরে স্মরণ করেন ১৯৭১ সালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি ৫৬ হাজার বর্গ মাইলের লাল সবুজের একটি দেশ, স্বাধীন এবং সার্বভৌমত্ব বাংলাদেশ। প্রধান অতিথি বলেন শিক্ষায় জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। আজকের এই কোমলমতি শিশুরাই আগামী দিনের জাতির কর্ণধর। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ ২০৪১ সালের যে ডিজিটাল আধুনিক বাংলাদেশ সেই স্বপ্নের অবিকল্প সারথি আজকের এই কোমলমতি শিশুরাই। ঝিনাইদহের প্রগতি প্রি-ক্যাডেট স্কুলে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে অনেক মেধাবী শিক্ষার্থী অনেক ভালো ফলাফল করে, ভালো উন্নতমানের শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। একজন সু নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে শিক্ষার কোন বিকল্প নেই, জ্ঞানী শক্তি। অতিথিদের বক্তব্য শেষে প্রধান অতিথির হাত থেকে বৃত্তির অর্থ সনদ ও আজকের সংস্কৃতি অনুষ্ঠানে যারা ভাল পারফরমেন্স করছে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ স্কুলের সমস্ত শিক্ষক মন্ডলী। তাদের আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রগতি প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা তাদের সুন্দর পারফরমেন্সের মাধ্যমে অভিভাবকের উপস্থিতিতে সাংস্কৃতিক সন্ধ্যা সকলে মিলে উপভোগ করেন। এবং সর্বশেষ প্রগতি প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ যিনি অত্যন্ত দক্ষ সৎ এবং নিষ্ঠাবান এবং সততার সহিত এই প্রতিষ্ঠানের জন্য অক্লান্ত রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, সকল অভিভাবককে তিনি ধন্যবাদ জানান, ধন্যবাদ জ্ঞাপন করেন সকল অতিথিবৃন্দদের, এবং শিক্ষায় যে একটি মানুষের চালিকা শক্তি, এবং শিক্ষা দিয়ে গড়ব আমরা সোনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রগতি প্রি-ক্যাডেট স্কুলের জন্য সকলের কাছে দোয়া চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

দৈনিক আলোর প্রতিদিন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না


পাঠকের মন্তব্য:

সর্বশেষ

Selected poll is not defined.

সম্পাদক ও প্রকাশক : মোঃ রাসেল ইসলাম
বার্তা সম্পাদক : রাইতুল ইসলাম

প্রধান কার্যালয় : ১৬১/১/এ উলন, রামপুরা, ঢাকা-১২১৯
মোবাইল : 01715674001
বিজ্ঞাপন : 01727338602
ইমেইল : [email protected], [email protected],

Developed by RL IT BD